শিরোনাম

South east bank ad

এনআরবিসি ব্যাংকের শেয়ারের দর লেনদেনের শুরুর দিনে ৩২ শতাংশ বেড়েছে

 প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

এনআরবিসি ব্যাংকের শেয়ারের দর লেনদেনের শুরুর দিনে ৩২ শতাংশ বেড়েছে

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের শেয়ারের দর লেনদেনের শুরুর দিনে ৩২ শতাংশ বেড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে কোম্পানিটির ১০ টাকার শেয়ার ১৩ টাকা ২০ পয়সায় হাতবদল হয়।

সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৩২ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন।

এ দিন ৩২ হাজার ৪০৬ বারে এনআরবিসি ব্যাংকের মোট ৩ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৭০৫ টি শেয়ার হাতবদল হয়, টাকার অংকে যার দাম ৪২ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকাভুক্তির পর প্রথম ও দ্বিতীয় দিনের লেনদেনে এখন নতুন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়তে পারে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০১৫ সালে ৫৬ কোটি টাকা, ২০১৬ সালে ৮৭ কোটি টাকা, ২০১৭ সালে ৯৩ কোটি টাকা, ২০১৮ সালে ৯ কোটি টাকা এবং ২০১৯ সালে ১১৫ কোটি টাকা মুনাফা করেছে।

২০২০ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৩ টাকা ৮৬ পয়সা।

সোমবার এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০২০ সালের প্রথম নয় মাসে মুনাফা প্রকাশ করেছে। এসময় তারা ১৪০ কোটি ৬৪ লাখ টাকা মুনাফা করেছে। সেই হিসাবে শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নিবন্ধন পাওয়ার পর ২০১৩ সালের ২ এপ্রিল কাজ শুরু করে।

পুঁজিবাজারে এ কোম্পানির ৭০ কোটি ২৫ লাখ ১৬ হাজার ৯৯৮টি শেয়ার আছে। এর মধ্যে ৭৩ দশমিক ৩২ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৬ দশমিক ৮৩ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক ৮৫ শতাংশ শেয়ার আছে।

কোম্পানির বর্তমান বাজার মূলধন ৯২৭ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৭০২ কোটি ৫২ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২৪৮ কোটি ৯৮ লাখ টাকা।

BBS cable ad