শিরোনাম

South east bank ad

সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে



সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।  


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৫ ও ১৮৫২ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৬টির, কমেছে ৩২টির এবং অপরির্বতিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।


সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো, ব্র্যাক ব্যাংক, রূপালি ব্যাংক, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, লাভেলো আইসক্রিম,মিডল্যান্ড ব্যাংক, ইন্দোবাংলা ফার্মা, একমি লিমিটেড ও ওয়ান ব্যাংক।


এর আগে আজ লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২৪ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও আট পয়েন্ট বেড়ে  যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করে।


অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৬৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।


এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ছয়টি এবং অপরিবর্তিত রয়েছে চারটি কোম্পানি শেয়ারের দর।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: