১ শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক ও লেনদেন দুটোই কমেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রায় আধা ঘণ্টা ঊর্ধ্বমুখী থাকলেও এর পর থেকে পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫২৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২২ পয়েন্ট কমে ২ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৫১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১০ দশমিক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৯৬ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও রবি আজিয়াটার শেয়ার।
ডিএসইতে গতকাল ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৭৮ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৭৫টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির বাজারদর।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে লেনদেনের শুরু থেকেই বাজারে নেতিবাচক প্রবণতা লক্ষ করা যায়। নতুন কোনো ইতিবাচক প্রভাবক না আসায় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারায় সূচক।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ১৩ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল ৯ দশমিক ৭ শতাংশ। ব্যাংক খাত ৭ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল। আর যৌথভাবে পঞ্চম অবস্থানে থাকা বিবিধ ও তথ্যপ্রযুক্তি খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৪ শতাংশ।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৩ দশমিক ৩, আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৪ ও সাধারণ বীমা খাতে ২ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১০৩ পয়েন্ট কমে ৯ হাজার ৪২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১৫৮ দশমিক ৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত ছিল ১৮টির বাজারদর। গতকাল সিএসইতে ১২ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১২ কোটি ৭৬ লাখ টাকা।