দেশের বাজারে সনির নতুন হেডফোন ১০০০এক্সএমসিক্স উন্মোচন

দেশের বাজারে সনির ওয়্যারলেস ও নয়েজ ক্যান্সেলেশন এআই প্রযুক্তির হেডফোন ১০০০এক্সএমসিক্স নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন হেডফোনটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিসের পরিচালক তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান রিকি লুকাস, স্টার টেকের এমডি মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, কণ্ঠশিল্পী সালমা আক্তার, সাজিয়া সুলতানা পুতুল, সাব্বির জামান, শাহরিয়ার রাফাত ও বিউটি খান এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরা ১০ জান্নাতুল ফেরদৌস অন্বেষা।