শিরোনাম

South east bank ad

লাফার্জহোলসিমের নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ

 প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

লাফার্জহোলসিমের নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ

সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি ৭০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮০ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২০ দশমিক ২৭ শতাংশ। কোম্পানির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি হয়েছে ৬৪৬ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬১৬ কোটি ১০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির বিক্রি বেড়েছে প্রায় ৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি হয়েছে ১ হাজার ৪৯৮ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৪৪১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩৫ কোটি ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৪৩ কোটি টাকা। প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯ পয়সা।

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী ইকবাল চৌধুরী কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে বলেন, ‘বছরের দ্বিতীয় প্রান্তিকে সিমেন্ট ও অ্যাগ্রিগেটস বিক্রি করে আমরা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছি। আমাদের বিশেষায়িত পণ্য “‍ওয়াটার প্রোটেক্ট” ও “‍‌ফেয়ার ফেস” ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বাড়তি জ্বালানি খরচ ও সিমেন্টের মূল্য হ্রাস সামগ্রিক মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এর বিপরীতে আমরা ব্যয় সংকোচন ও কৌশলগত মূল্য নির্ধারণে গুরুত্ব দিয়েছি। সামনের দিনগুলোয় সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে ভালো আর্থিক ফলাফল উপহার দেয়ার বিষয়ে আমরা আশাবাদী।’

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১৯ শতাংশ চূড়ান্ত নগদ ও ১৯ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে লাফার্জহোলসিম বাংলাদেশের ইপিএস হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সায়।

সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপ ও স্পেনভিত্তিক সিমেন্টোস মলিন্স গ্রুপের যৌথ উদ্যোগ লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৯৭ কোটি ৮৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০। এর ৬৩ দশমিক ৬২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক ৮৪ শতাংশ বিদেশী ও বাকি ১৪ দশমিক ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: