শিরোনাম

South east bank ad

যশোরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

 প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

যশোরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনের উদ্যোগে সম্প্রতি যশোরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বরিশাল ও খুলনা বিভাগ এবং ফরিদপুর জেলার মোট ১৮টি শাখা থেকে ৫০ জন কর্মকর্তা অংশ নেন। এতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপরিচালক হাফিজুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তব্য দেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মোস্তফা হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ইভিপি, অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান ও উপপ্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম খান এবং অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম, এফএভিপি যথাক্রমে বিনিয়োগভিত্তিক ও বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। কর্মশালায় আলোচকরা দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর সব নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদের তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: