শিরোনাম

South east bank ad

ঢাকায় এনসিসি ব্যাংকের ৪ শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

 প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ঢাকায় এনসিসি ব্যাংকের ৪ শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

ঢাকায় এনসিসি ব্যাংক পিএলসি চারটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা করেছে। শাখাগুলো হলো গুলশান, বারিধারা, ধানমন্ডি ও শ্যামলী। সম্প্রতি এক অনুষ্ঠানে এ কাযর্ক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন। এ সময় ডিএমডি মো. জাকির আনাম, এসইভিপি ও গুলশান শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. শফিকুর রহমান, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মো. ছফিউল্লাহ, ইভিপি ও ইসলামিক ব্যাংকিং গুলশান শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. মাসুদুর রহমান, এসভিপি ও বারিধারা শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ সৈয়দ আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: