বাংলাদেশের ৭ পণ্যের জন্য স্থলবন্দর বন্ধ করল ভারত

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, কাঠের ফার্নিচার, ফলসহ কমপক্ষে সাত ধরনের পণ্য স্থলবন্দরে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যা অবিলম্বে কার্যকর হবে। এসব পণ্য শুধু কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ডিরেক্টরেট জেনারেল অব ফরেইন ট্রেড (ডিজিএফটি) আজ শনিবার এ ঘোষণা দেয়।
তাদের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের তৈরি পোশাকসহ এসব পণ্য এখন থেকে শুধু নাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না।