মহেশখালী এলাকাকে শিল্প বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে অধ্যাদেশ জারি

মহেশখালী এলাকাকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
অধ্যাদেশে বলা হয়, মহেশখালী এলাকায় মাতারবাড়ী সমুদ্র বন্দর প্রতিষ্ঠাসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকাটিকে দ্রুত একটি শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ প্রেক্ষিতে সকল কার্যক্রমে সমন্বয় এবং সুপরিকল্পিত উন্নয়নের স্বার্থে অঞ্চলটি পরিচালনার ক্ষেত্রে একটি উপযুক্ত কর্তৃপক্ষ প্রতিষ্ঠা প্রয়োজন। এবং অঞ্চলটির কার্যক্রম নির্দিষ্ট করার জন্য বিধিবিধান নির্ধারণ করা সমীচীন।
সংসদ ভাঙা অবস্থায় থাকার প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করেছেন।