ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট অনুষ্ঠিত

ইস্টার্ন ব্যাংক পিএলসির উদ্যোগে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট ২০২৫’ গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম’-এর দ্বিতীয় ধাপ ‘অদ্বিতা’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইবিএল এমডি আলী রেজা ইফতেখার ও এএমডি ওসমান এরশাদ ফয়েজ, বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিনা হুসাইন এবং সীড ফাউন্ডেশনের সিইও মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইবিএল ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক এবং হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হকসহ সংশ্লিষ্টরা।