অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা করেছে জনতা ব্যাংক

জনতা ব্যাংক পিএলসির অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এমডি মো. মজিবর রহমান। এ সময় ডিএমডি মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম এবং মো. আশরাফুল আলমসহ জিএম ও সংশ্লিষ্ট ডিজিএমরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের বর্তমান অবস্থার ভিত্তিতে কর্মকৌশল নির্ধারণ করে স্বল্প সুদের আমানত, অটো চালান, রেমিট্যান্স বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায় ও হ্রাস এবং অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।