শিরোনাম

South east bank ad

ব্র্যাক ব্যাংকের শতভাগ কার্বন নিঃসরণ তথ্য প্রকাশ

 প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্র্যাক ব্যাংকের শতভাগ কার্বন নিঃসরণ তথ্য প্রকাশ

টেকসই ব্যাংকিংয়ের পথে আরেক ধাপ এগিয়েছে ব্র্যাক ব্যাংক। দেশের প্রথম কয়েকটি প্রতিষ্ঠানের একটি হিসেবে ব্যাংকটি তাদের সব ধরনের গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নিঃসরণের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছে। ২০২৪ সালের ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড ইমপ্যাক্ট রিপোর্ট’ প্রকাশের মাধ্যমে তারা এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত এক বছরে ব্যাংকের নিজস্ব কার্যক্রম ও অর্থায়নসহ মোট কার্বন নিঃসরণ হয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৪৬৮ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য। এর মধ্যে সবচেয়ে বড় অংশ অর্থায়নকৃত খাত থেকে এসেছে, যা মোট নিঃসরণের ৯৬ শতাংশের বেশি।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নির্গমন হিসাব তৈরিতে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করেছে। নিঃসরণ তথ্য মাপা হয়েছে তিনটি ভাগে: সরাসরি (স্কোপ–১), বিদ্যুৎ ব্যবহার (স্কোপ–২) এবং অর্থায়নসহ পরোক্ষ কার্যক্রম (স্কোপ–৩)।

স্কোপ–১ অনুযায়ী, ব্যাংকের নিজস্ব গাড়ি ও জেনারেটর থেকে এসেছে ১ হাজার ৬৩০ টন নিঃসরণ। স্কোপ–২-তে বিদ্যুৎ ব্যবহারে নিঃসরণ হয়েছে ১৬ হাজার ৬৭১ টন। স্কোপ–৩-এর মাধ্যমে ব্যাংকের ঋণ কার্যক্রম, ব্যবসা সফর, বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মীদের যাতায়াত থেকে নির্গত হয়েছে ১৪ লাখ ৫৯ হাজার ১৬৭ টন।

এর মধ্যে শুধু অর্থায়ন কার্যক্রম থেকেই এসেছে ১৪ লাখ ২৩ হাজার ৪৭৯ টন নিঃসরণ। এই হিসাব বিশ্বের স্বীকৃত পিসিএএফ মানদণ্ড মেনে করা হয়েছে, যা ব্যাংক খাতের কার্বন পরিমাপের একটি গ্রহনযোগ্য পদ্ধতি।

প্রতিবেদনে আরো দেখা গেছে, ব্যাংকের অর্থায়ন করা হয় তিনটি খাতে। এগুলো হচ্ছে— পেট্রোলিয়াম ও কেমিক্যাল, খাদ্য ও পানীয়। এদিকে ধাতব পণ্য উৎপাদন ৬১ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী। অথচ ব্যাংকের মোট ঋণের মাত্র ২১ শতাংশ গেছে এসব খাতে।

২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে প্রায় ১৮ হাজার টন নিঃসরণ কমাতে পেরেছে। ফলে নিট নিঃসরণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৯ হাজার ৩৫৬ টনে।

নির্গমন হিসাবকে আরো নির্ভরযোগ্য করতে ব্যাংকটি আইএফআরএস, জিআরআই, আইএসএসবি ও জিএইচজি প্রোটোকলের মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেছে। সেই সঙ্গে সেক্টরভিত্তিক কার্বন ইনটেনসিটি ও জলবায়ু ঝুঁকি সূচক ব্যবহার করে আরো বিশ্লেষণ যুক্ত করা হয়েছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় এখন থেকে কার্বন নির্গমন তথ্যও বিবেচনায় নেয়া হবে। পাশাপাশি উচ্চ নিঃসরণকারী খাতের জন্য একটি রোডম্যাপ তৈরির কাজ চলছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: