ডিএসইর পর্ষদ কাঠামোর পুনর্গঠন চান ব্রোকাররা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ কাঠামোর পুনর্গঠন ও পরিবর্তন চাইছেন ব্রোকাররা। এজন্য ডিমিউচুয়ালাইজেশন স্কিমের পর্যালোচনা ও পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সম্প্রতি ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি এ চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও ডিএসইর চেয়ারম্যানকেও দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ডিএসইর পর্ষদ গঠনের ক্ষেত্রে ভারসাম্যহীনতার কারণে পূর্ববর্তী রাজনৈতিক শাসনামলে এক্সচেঞ্জটির পর্ষদ চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হতো। এমতাবস্থায় আমরা ভবিষ্যতের রাজনৈতিক সরকারের শাসনামলে এরূপ ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছি। এ অবস্থা থেকে পুঁজিবাজারকে এগিয়ে নিতে ডিএসই ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ধারা নং- ৪.১(বি)(আই)-এর সংশোধনের সুপারিশ করা হয়েছে।
এক্ষেত্রে ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১৩ থেকে কমিয়ে ১১ করার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচ করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে পর্ষদ চেয়ারম্যানের পদটি এক্স-অফিসিও পরিচালক ছাড়া অন্য সব পরিচালকদের জন্য উন্মুক্ত থাকবে এবং পর্ষদ চেয়ারম্যান নতুন পর্ষদ গঠনের পর প্রথম সভায় পর্ষদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। এর ফলে ডিএসইর পর্ষদ কাঠামোয় ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে সব কার্যক্রম ও সিদ্ধান্তে স্বচ্ছতা আসবে এবং বাজারের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে বলে মনে করছে ডিবিএ।