আট মাস পর পুঁজিবাজারে প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন

নিম্নমুখিতা কাটিয়ে দেশের পুঁজিবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। এদিন এক্সচেঞ্জটিতে প্রায় আট মাস পর ৬৯০ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া এক্সচেঞ্জটির সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক ৫৩ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৯৮২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৮ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৭৫ পয়েন্ট। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৫ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৬৯০ কোটি ৬২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬০১ কোটি ৭৫ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির বাজারদর।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রফতানি শুল্ক নিয়ে উদ্বেগ থাকলেও বিনিয়োগকারীদের মনোভাব ছিল ইতিবাচক। এছাড়া দিনের শুরু থেকেই শেয়ার ক্রয়ের চাপ থাকায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৯ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশল খাত। পঞ্চম অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ২ শতাংশ।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে। এছাড়া সিরামিক খাতে ২ দশমিক ৯, ভ্রমণ ও অবকাশ খাতে ২ দশমিক ৮, পাট খাতে ২ দশমিক ৫ ও প্রকৌশল খাতে ২ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।