শিরোনাম

South east bank ad

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ারটক আয়োজন

 প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ারটক আয়োজন

সম্প্রতি ব্র্যাক ব্যাংক ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে ব্যাংকটির ফ্ল্যাগশিপ ক্যারিয়ার দিকনির্দেশনামূলক প্রোগ্রাম ক্যারিয়ারটকের আয়োজন করেছেভবিষ্যৎ প্রফেশনাল জীবন নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই হলো এই আয়োজনের উদ্দেশ্য।

২৯ মে ২০২৫ আইইউটি অডিটোরিয়ামে আয়োজিত এই সেশনে ছিল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বাস্তব জীবনে ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা পেতে আগ্রহী শিক্ষার্থীদের এই আয়োজনে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশন পরিচালনা করেন ব্যাংকটির হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ, হেড অব ডিজিটাল ব্যাংকিং শেখ সাঞ্জুর আহমেদ, হেড অব সিস্টেমস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অপারেশনস মীর মোহাম্মদ আসিফুল বারী, ইয়াং লিডার্স এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনের অন্যান্য কর্মকর্তারা।

সেশনে ব্যাংকিং খাতের বর্তমান ট্রেন্ড, ডিজিটাল উদ্ভাবন এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

আখতারউদ্দিন মাহমুদ বলেন, “ক্যারিয়ারটকের উদ্দেশ্য হলো তরুণদের মাঝে লক্ষ্য স্থির করার অনুপ্রেরণা সৃষ্টি করা। আমরা চাই শিক্ষার্থীরা ভবিষ্যতের কথা চিন্তা করুক, ধারাবাহিকভাবে শিখুক এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করুক। উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই তরুণরা এবং আমরা এই অগ্রযাত্রায় তাঁদের পাশে আছি।”

শিক্ষার্থী ও শিক্ষকরা এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন। এই উদ্যোগটি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরির ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: