এক্সিম ব্যাংকের ২৬তম এজিএম অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ-লোকসানের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা অনুমোদন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক ও অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক খন্দকার মামুন এবং ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ (জুম্মা) উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডি মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম ও মো. মইদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. মনিরুল ইসলাম।