মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও জেবিএস হোল্ডিংস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি জেবিএস হোল্ডিংস লিমিটেডের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক। স্বাক্ষরিত চুক্তির ফলে জেবিএস হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা এখন থেকে আকর্ষণীয় সুদ এবং দ্রুততম প্রসেসিং সুবিধাসহ এমটিবি হোম লোন গ্রহণ করতে পারবেন।