ওয়ান ব্যাংকের আইএসও ২৭০০১: ২০২২ সার্টিফিকেট অর্জন
ফ্রান্সভিত্তিক সার্টিফিকেশন অথরিটি ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক আইএসও ২৭০০১:২০২২ সার্টিফিকেট অর্জন করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এটি একটি আন্তর্জাতিক মান, যা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) প্রতিষ্ঠা, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয়। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ওয়ান ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদের কাছে ব্যুরো ভেরিতাসের (বাংলাদেশ) কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ সার্টিফিকেট হস্তান্তর করেন।


