মধুমতি ব্যাংকের অর্থায়নে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

মধুমতি ব্যাংক পিএলসির অর্থায়নে এবং সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের (সিও) সহায়তায় ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে ১০ কোটি টাকা কৃষি ঋণ ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। সম্প্রতি ঝিনাইদহের চাকলাপাড়া এলাকায় সিও কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার।