শিরোনাম

South east bank ad

“আমরাই আগামী” স্লোগানকে সামনে রেখে সেভেন রিংস্ সিমেন্টের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

“আমরাই আগামী” স্লোগানকে সামনে রেখে সেভেন রিংস্ সিমেন্টের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

সম্প্রতি “আমরাই আগামী” স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম সেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের ডিলার কনফারেন্স। তিনদিনব্যাপী বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দক্ষিণ ও উত্তরবঙ্গ থেকে আসা সম্মানিত পরিবেশকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মিস্ তাহমিনা আহমেদ, ডিরেক্টর ও সিইও জনাব শেখ রায়হান আহমেদ, শুন্ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিঃ এর গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি জনাব কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার জনাব নান্টু কুমার দে, শুন্ শিং সিমেণ্ট মিলস্ লিঃ এর হেড অফ মার্কেটিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন জনাব মোঃ হারুন অর রশিদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশকগণ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ ওডিআই ক্রিকেট টিমের ক্যাপ্টেন ও সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনাব তামিম ইকবাল। এই অনুষ্ঠানে সেরা পরিবেশকদের মাঝে বিশেষ পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অতঃপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের মাধ্যমে এই আনন্দঘন মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: