শিরোনাম

South east bank ad

এক ফেরিতেই ১২শত যাত্রী!

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

এক ফেরিতেই ১২শত যাত্রী!

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):

লকডাউনের বিধিনিষধাঙ্গা উপেক্ষা করে পাটুরিয়া থেকে একটি ছোট ফেরিতে প্রায় ১২০০ যাত্রী ও একটি অ্যাম্বুলেন্স নিয়ে দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি।

১০ মে সোমবার বেলা সাড়ে ১১টায় বনলতা নামের একটি ফেরি দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে এসে পৌছায়।

তবে এসময় গাদাগাদি করে আসা যাত্রীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কোন টাই মানেননি তারা।তাছাড়ও অনেকের মুখেও ছিল না মাস্ক।

পরিবহন বন্ধ থাকায় ফেরি থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্র, অটোরিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন মাধ্যমে গন্তব্যে যাচ্ছেন ঘরমুখী মানুষ গুলো।

এছাড়া দৌলতদিয়ায় নদী পারের জন্য অপেক্ষমান রয়েছে কিছু যাত্রী ও শতাধিক ছোট গাড়ি।

বেস কয়েকজন যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে ঢাকা, নারায়নগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়ায় এসেছেন তারা। এসময় পথে পুলিশ বিভিন্নস্থানে তাদের নামিয়েও দিয়েছে বলে অভিযোগ তাদের।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: