মানিকগঞ্জে ৭ দিন ব্যাপি বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন করা হয়েছে

” পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই ” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সকাল ১১.৩০ টায় বৃক্ষ ও ফল মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়।
এসময় সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রোকসেনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা : ইয়াছমিন খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এসময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়।