বর্তমান শাসকগোষ্ঠী জনগণ ও ব্যবসায়ীদের জন্য নয় : আমীর খসরু
 
                                                                                                বর্তমান শাসকগোষ্ঠী দেশের জনগণ ও ব্যবসায়ীদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসন ও অর্থনীতিকে জিম্মি করে রেখেছে বর্তমান শাসকগোষ্ঠী। এই দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার ভবনের হলরুমে আয়োজিত ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অনির্বাচিত সরকারের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের আস্থা কমে যাচ্ছে, অর্থনীতির গতি থমকে গেছে। এর অবসান ঘটাতে হলে দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।’
স্বৈরাচার পলায়নের পর ‘নতুন প্রত্যাশা’ সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনার পলায়নের পর মানুষের মনে বড় পরিবর্তন এসেছে।
এখন আর প্রতিশ্রুতির বন্যা মানুষ গ্রহণ করে না। জনগণ বাস্তবায়ন চায়, অংশগ্রহণ চায়, ফল চায়। বিএনপি সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা নিচ্ছে, যাতে অর্থনীতি ও রাজনীতি পরস্পর সহযোগী হয়ে ওঠে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী আর দেশের অর্থনীতি কুক্ষিগত করতে পারবে না।
প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, সেই সুযোগ তৈরি করব আমরা। উত্তরাঞ্চলে তথ্য-প্রযুক্তি খাতকে ঘিরে লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব—এটি বিএনপির অগ্রাধিকার।’
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বিভাগের আট জেলার চেম্বার নেতৃবৃন্দ এবং জেলা-উপজেলার বিএনপি নেতারা। উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দও।
সভায় বক্তারা বলেন, রংপুর বিভাগ আজও অর্থনৈতিকভাবে পিছিয়ে। এই অঞ্চলের মানুষের সম্ভাবনা কাজে লাগাতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রয়োজন ব্যবসাবান্ধব পরিবেশ। যে সরকার জনতার ম্যান্ডেট ছাড়া টিকে আছে, সে সরকার কখনোই দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে না।
সভা শেষে বিএনপি নেতারা বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা ও জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন বেগবান করা হবে। রংপুর হবে দেশের অন্যতম উন্নয়ন হাব।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                