শিরোনাম

South east bank ad

আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। লাল-সবুজের বাঘিনীরা আজ গভীর রাতে দেশে ফেরার পরপরই তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


আজ রোববার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা আয়োজন করছে বাফুফে। বিমানবন্দর থেকে নারী ফুটবল দলকে সরাসরি সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হবে।




গতকাল শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে নারীরা। এতে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখাল ঋতু পর্ণারা।


তবে এই ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। তিন দিন আগেই মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত করেছিল বাঘিনীরা।



আজ রোববার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে দলকে সংবর্ধনা দেওয়া হবে।


এত রাতে সংবর্ধনা দেওয়ার কারণ হিসেবে জানা গেছে, আগামীকাল সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লীগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার দেওয়া হচ্ছে তাদের।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: