মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডারের প্রতিবাদে এলাকাবাসীর মানবববন্ধন

কায়সার সামির (মুন্সীগঞ্জ) :
মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে আলোচিত ট্রিপল মার্ডারের প্রতিবাদে গতকাল শনিবার সকাল ১১ টার দিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে এলাকাবাসী বিভিন্ন ব্যানারে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনের আগে শহরে উত্তর ইসলামপুর এলাকা থেকে কয়েকটি ব্যানারে মিছিল বের করে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। সকলের মিন্টু, সাকিন ও ইমন পাঠানের খুনিদের ফাঁশি চেয়ে
শ্লোগান দেয়। তারা সবাই খুবিদের নাম নিয়ে ফাঁশির চেয়ে প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন।
এই মানববন্ধনে উত্তত ইসলামপুর এলাকাবাসীর সাথে একাত্ততা ঘোষণা করে মানববন্ধনে প্রশাসনকে উদ্দেশ্যে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মাদ ফয়সাল বিপ্লব বলেন, মিন্টু, সাকিব ও ইমন পাঠানের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আর যাতে শহরে এই ধরনের কোনো ঘটনা পুনরায় না ঘটে, তার জন্য বাকি সব খুনিদের আইনের আওয়াতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার জোর দাবি জানান।
এসময় মানববন্ধনে নিহত মিন্টু, সাকিন ও ইমন পাঠানের স্বজরা ছারাও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি মো. গোলজার হোসেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা রানু, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি এড. রুবেল প্রমুখ।