প্রতিটি জেলায় বিনামূল্যে শীতবস্ত্র বিতরণের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার
দেশে শীত মোকাবিলাসহ জরুরি পরিস্থিতিতে ৬৪ জেলায় মানবিক সহায়তা হিসেবে কম্বল বা শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
সম্প্রতি ৬৪ জেলা প্রশাসকের অনুকূলে অর্থ ছাড় করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে চিঠি দেয়া হয়েছে। প্রতিটি জেলা কম্বল বা শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য ৫ লাখ টাকা করে পাবে।
কম্বল বা শীতবস্ত্র কেনার ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। জেলা প্রশাসকরা স্থানীয়ভাবে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করবেন। বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কম্বল ও শীতবস্ত্র কিনে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে বিতরণ করবেন। এতে আরও বলা হয়, বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে পাঠাতে হবে।