শিরোনাম

South east bank ad

অভিযানের পর চালের দামে নিম্নগতি: খাদ্যমন্ত্রী

 প্রকাশ: ০৫ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

অভিযানের পর চালের দামে নিম্নগতি: খাদ্যমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানের পরিপ্রেক্ষিতে চালের দামে নিম্নগতি এসেছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ দাবি করেন।

তিনি বলেন, গত সোমবার ক্যাবিনেট মিটিংয়ে এটা (ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান) নিয়ে আলাপ হয়। মঙ্গলবার বিকেল থেকে আমরা অভিযান শুরু করি। বুধবার থেকে অভিযান পুরোপুরি শুরু হয়। সারাদেশে একসঙ্গে সাঁড়াশি অভিযানের মতো আমাদের অভিযান চলছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, আমরা অনেক জায়গায় চালের অবৈধ মজুত পেয়েছি, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ অবস্থায় বাজারে চালের দামের নিম্নগতি রয়েছে, একেবারে কন্ট্রোল হয়েছে এ কথা আমি বলব না। আমরা কাজ করছি, এটা আমরা অব্যাহত রাখব।

তিনি বলেন, সুনির্দিষ্টভাবে যেখানে অভিযোগ পাচ্ছি সেই সব মিলে আমরা অভিযান চালাচ্ছি। যেখানে (অবৈধ মজুত) নেই সেখানেও যদি আমরা লোক পাঠাই, তাহলে বাজারে একটা ত্রাসের সৃষ্টি হবে। তারা উৎপাদন বন্ধ করে দেবে। সেদিকেও নজর রাখতে হবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: