শিরোনাম

South east bank ad

মার্চে ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ শুরু: রেলমন্ত্রী

 প্রকাশ: ১৫ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

মার্চে ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ শুরু: রেলমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্বপ্নের পদ্মা সেতুতে আগামী বছরের মার্চ বা জুনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রোববার (১৫ মে) দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এদিন উত্তাল পদ্মার বুকে নির্মাণাধীন সেতুতে রেললাইন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় প্রকল্পের কাজ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেতুর কাজ দ্রুত শেষ করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতুর দুই পাড়ে রেল ভায়াডাক্টের সাড়ে ৪ কিলোমিটারের পাথরবিহীন রেললাইন ইতোমধ্যে বসে গেছে।

এদিকে ৭ দশমিক এক পাঁচ কিলোমিটার রেল সংযোগ সেতুর মাত্র ২ দশমিক ছয় পাঁচ কিলোমিটারে রেল ট্র্যাক বসানো বাকি। ভায়াডাক্ট সম্পন্ন হওয়ায় বাকি অংশের পাথরবিহীন রেললাইন দ্রুত সম্পন্ন হবে বলে জানান কর্মকর্তারা।

এ সময় মন্ত্রী জানান, মার্চ বা জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮১ কিলোমিটারে অংশ শুরু হবে রেল চলাচল।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: