শিরোনাম

South east bank ad

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: কৃষিমন্ত্রী

 প্রকাশ: ০৯ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: কৃষিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন করে সরকার পতনের হুমকি দিচ্ছে বিএনপি। তারা যতই আন্দোলন করুক সফল হবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না এলে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনোদিন সফল হবে না।

সোমবার বেলা ১১টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে ‘ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তারেক রহমান লন্ডনে পালিয়ে আছেন। তারা কিভাবে বিএনপিকে ক্ষমতায় নেবেন? বিএনপির আন্দোলন মানেই মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও করা। কিন্তু মানুষ এখন আর আন্দোলনের নামে ধ্বংসাত্মক রাজনীতি চায় না। মানুষ চায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন। তাই আগামী নির্বাচনে আবারও দেশবাসী আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব এবং কৃষকদরদি। তিনি কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বরিশাল অঞ্চলের কৃষিখাতের উন্নয়নের জন্য সমন্বিত বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। বরিশালের অতীত গৌরব আবার ফিরিয়ে আনা হবে। বরিশাল আবার হবে বাংলাদেশের শস্যভান্ডার।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৭০ ভাগ মানুষ গ্রামে বাস করেন। গ্রামের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি। তাই কৃষির উন্নয়ন হলে গ্রাম উন্নত হবে। বরিশাল অঞ্চলে পতিত জমিগুলো আবাদি করতে হবে। এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদনের উপায় বের করতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রূহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তৃতা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবির, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু ও কৃষক মো. হারুন হাওলাদার।

সুধী সমাবেশ শেষে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক নন্দপাড়া গ্রামে আবাদ হওয়া ব্রি-৬৭ ও ব্রি-৮৯ বোরো ধানের প্রদর্শনী মাঠের পাকা ধান পরিদর্শন করেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: