শিরোনাম

South east bank ad

সবজি দ্রুত রফতানি করতে বিমানবন্দর বানানো হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

সবজি দ্রুত রফতানি করতে বিমানবন্দর বানানো হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশে উৎপাদিত সবজি দ্রুত সময়ের মধ্যে বিদেশে রফতানি করতে নতুন বিমানবন্দর বানানো হচ্ছে।

শুক্রবার হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের মাঝে সার, বীজ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ ও যুক্তরাজ্যে বাংলাদেশে উৎপাদিত সবজির প্রচুর চাহিদা রয়েছে। বিদেশে সবজি রফতানি করতে নতুন বিমানবন্দর বানানো হচ্ছে। এতে বাংলাদেশের রফতানি সক্ষমতা বাড়বে। বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে উন্নত দেশগুলো এরই মধ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারের জন্য ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার বিনামূল্যে সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

মাহবুব আলী বলেন, পদ্মাসেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পগুলো যথাসময়ে শেষ হবে। এতে দেশের প্রবৃদ্ধি আরো বাড়বে। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।

মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: