শিরোনাম

South east bank ad

দেশে দ্রব্যমূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

দেশে দ্রব্যমূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দেশে দ্রব্যমূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদে লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

টিপু মুনশি বলেন, সম্প্রতি দেশে চাল, ভোজ্য তেল, আটা, শুকনো মরিচের দাম বেড়ে গিয়েছিলো। তবে বাণিজ্যমন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে এসব নিত্যপণ্যের মূল্য আগের মতো সহনীয় পর্যায়ে চলে এসেছে।

ভবিষ্যতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সময়োপযোগী কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

এসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনুম মিতার অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি বছর রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের মূল্য হঠাৎ করে বৃদ্ধি করার প্রবণতা দেখায়। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছে।

তবে খোলা বাজারে চাল, ডাল, তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি দেখা গেছে। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের অভিযোগও উঠেছে। ক্রেতাদের দাবি রমজানকে সামনে রেখে যেন কোনো দ্রব্যের দাম না বাগে, সরকার যেন বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: