জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান আলী কবীর

বিসিএস (প্রশাসন) ৭৯ ব্যাচের কর্মকর্তা ও সাবেক সচিব এ এস এম আলী কবীরকে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য তিনি সচিব পদমর্যাদায় সব সুযোগ-সুবিধা পাবেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় নদীরক্ষা কমিশন আইন, ২০১৩-এর ধারা-৫(২) এবং একই আইনের ধারা-৫(৩) অনুযায়ী তাকে ১৫ জানুয়ারি ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।
চাকরিকালে সচিব পদমর্যাদায় ও তদসংশ্নিষ্ট সুবিধাদিসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আলী কবীর কর্মজীবনে জনপ্রশাসন (সাবেক সংস্থাপন) সচিব ও যোগাযোগ সচিবের দায়িত্বে ছিলেন। এ ছাড়াও বাণিজ্য, অর্থ, শিক্ষা, স্বরাষ্ট্র, ক্রীড়া, পানিসম্পদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি ১৯৫৩ সালে ২৩ আগস্ট বরিশাল জেলার আগৈলঝরা ঐতিহ্যবাহী সেরনিয়াবাত পরিবারে জন্মগ্রহণ করেন।