শিরোনাম

South east bank ad

ময়মনসিংহ ছুরিকাঘাতে নিহত দিদারুল হত্যার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ময়মনসিংহ ছুরিকাঘাতে নিহত দিদারুল হত্যার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

ময়মনসিংহ ছুরিকাঘাতে নিহত দিদারুল (৩০) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

নিহত দিদারুল ইসলাম মুক্তাগাছা উপজেলার কাঠবওলা উপজেলার মো. মোখলেছুর রহমানের ছেলে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শরাফ উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (২৫) ও আব্দুর রশিদের ছেলে মো. খোকন ওরফে খোকা মিয়া। দুজনই সদর উপজেলার ভবানীপুর গ্রামের কোনাপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৩ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তুলা হলে দুজনেই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকাল সুমন মিয়াকে ভালুকা থেকে ও একই দিন রাত সাড়ে ১০ টার দিকে সদরের ভবানীপুর কোনাপাড়া থেকে মো. খোকন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গত ৩ মার্চ (বুধবার) রাত ৯ টার দিকে দিদারুল (৩০) নামে এক যুবকের মরদেহ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩১ নং নম্বর ওয়ার্ডের চর জেলখানার ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন ৪ মার্চ নিহতের বাবা মোখলেছুর রহমানের বাবা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা পর দীর্ঘ তদন্তের পর তথ্য প্রযুক্তির সহায়তায় মো. সুমন মিয়া ও মো. খোকন ওরফে খোকা মিয়া নামে দুজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নিহত দিদারের কাছে মাদক বিক্রির টাকা পাওনা ছিল। এই টাকার জন্য দিদারকে বেরিবাধ এলাকায় ডেকে এনে পাওনা টাকা দিতে বলে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ বেড়ীবাধের ফেলে পালিয়ে যায় তারা।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: