দেড় মাস পর ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে সূচক
দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দেড় মাসের বেশি সময় পর ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। গতকাল এক্সচেঞ্জটির সূচক বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৯৫৯ পয়েন্ট। এর আগে গত বছরের ২৭ নভেম্বর সূচক ছিল ৫ হাজার ২৮ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯১৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৯৬ পয়েন্ট।
গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ও গ্রামীণফোনের শেয়ার।
ডিএসইতে গতকাল ৪৭৪ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৪ দশমিক ৮৩ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির আর দর অপরিবর্তিত ছিল ৫৭টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১৫ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক খাত। ওষুধ ও রসায়ন খাত ১৩ দশমিক ৭ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল বস্ত্র খাত। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৭ শতাংশ।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সাধারণ বীমা খাতে। এছাড়া সিমেন্ট খাতে ২ দশমিক ৬, ব্যাংক খাতে ২ দশমিক ১, তথ্যপ্রযুক্তি খাতে ২ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স গতকাল ১০৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১৬৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে ৭ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬ কোটি ৭৩ লাখ টাকা।


