স্বপ্ন’ এখন বনশ্রীর ই-এফ এভিনিউ রোডে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন হয়েছে রাজধানীর বনশ্রীর ই-এফ এভিনিউ রোডে।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইনেভস্টর মো. তাসজিদ উজ জামান, ফাতেমা তুজ জোহরা (শাম্মী), স্বপ্নর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসানসহ অনেকে।
এ সময় স্বপ্নের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, এবার বনশ্রীর ই ব্লকে যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা এখানে নিয়মিত কেনাকাটা করবেন।
তিনি বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আউটলেটে পণ্য রাখা হয়েছে। গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন আশা করি আমরা। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সব সময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।
এদিকে নতুন আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার দিয়েছে স্বপ্ন। থাকছে হোম ডেলিভারি সেবাও।