১০ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলারের আন্তঃবাণিজ্য বাড়ানোর সুযোগ আছে: পররাষ্ট্রমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আগামী ১০ বছরে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে আরো ১.৩ ট্রিলিয়ন ডলারের বেশি আন্তঃবাণিজ্য বাড়ানোর সুযোগ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডি-৮ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডি-৮ সিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনসহ আট দেশের প্রতিনিধিরা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আমাদের আগামী পারস্পরিক শক্তি বাড়ানো, ব্যবসায় ও সম্পর্ক উন্নয়নের শিক্ষা দিচ্ছে। এ শিক্ষা নিয়ে আগামী ১০ বছরে আরো ১.৩ ট্রিলিয়ন ডলারের বেশি আন্তঃবাণিজ্য বাড়ানোর সুযোগ আছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অর্থনীতি একটি অস্থির সময় পার করছে। এ সময়ে সম্মেলনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বৈশ্বিক এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমি ডি-৮ এর সদস্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।