দেশের কৃষি-কৃষকের উন্নয়নে সরকার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী সব উদ্যোগ নিয়েছে। এর ফলে দেশে প্রত্যাশিত পর্যায়ে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষের খাদ্যের সংস্থান করা সম্ভব হয়েছে।
প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষি অফিস চত্বরে বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে শেখ হাসিনা সরকার সম্ভাব্য সবকিছু করেছে। মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা উপবৃত্তি, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানামুখী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন ভাতা সুবিধাভোগী গ্রাহকের নিকট সরাসরি মোবাইলে প্রেরণ করা হচ্ছে। দেশে শতভাগ বিদ্যুতায়ন অর্জন করা সম্ভব হয়েছে। দেশের অবকাঠামোগত অভাবনীয় উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশকে ঋণ প্রদান করছে।
তিনি আরো বলেন, শ্রীলংকার অর্থনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশ ঋণ সহায়তা প্রদান করেছে। এসব কিছুই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সাক্ষ্য বহন করে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলএম রিজওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ প্রমুখ।