শিরোনাম

South east bank ad

ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ৪০ শতাংশ

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ৪০ শতাংশ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) জিরা আমদানি কমেছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতে মসলাপণ্যটির ঊর্ধ্বমুখী দাম এবং দেশের বাজারে চাহিদা কম থাকা পণ্যটির আমদানি কমার পেছনে প্রভাব ফেলেছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছর এ স্থলবন্দর দিয়ে জিরা আমদানি আগের অর্থবছরের তুলনায় অন্তত ৪০ শতাংশ কমেছে। জুলাই-জুন পর্যন্ত ১৩৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের মোট ৩ হাজার ১১৯ টন জিরা আমদানি করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে জিরা আমদানি হয়েছিল ৫ হাজার ৮২২ টন।

এদিকে সাতক্ষীরার মসলা বাজারে জিরার দাম স্থিতিশীল বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আড়তদাররা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স আমিনিয়া স্টোরে ভারত থেকে আমদানীকৃত জিরা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬২০ টাকায়। এ সময় প্রতি কেজি সিরীয় ও ইরানি জিরার দাম ছিল ৭৫০ টাকা। দুই-তিন সপ্তাহ আগেও একই দামে জিরা বিক্রি হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক।

তিনি বলেন, ‘‌দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় আমদানীকৃত সব ধরনের জিরার দাম স্থিতিশীল।’

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সম্প্রতি জিরার দাম স্থিতিশীল। তবে অন্যান্য মসলাপণ্যের মধ্যে বর্তমানে বাজারে পেঁয়াজ ও রসুনের দাম তুলনামূলক কম।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: