সীমান্ত ব্যাংক ও এসএসএলকমার্জের মধ্যে এমওইউ স্বাক্ষর

সীমান্ত ব্যাংক পিএলসি ও এসএসএলকমার্জের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর আওতায় ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এসএসএলকমার্জ প্লাটফর্ম ব্যবহার করে দেশজুড়ে ১০ হাজারের বেশি মার্চেন্টের সঙ্গে অনলাইন-অফলাইনে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি সীমান্ত ব্যাংকের গ্রাহকরা এখন এসএসএলকমার্জ ব্যবহার করে নিয়মিত অনলাইন-অফলাইন কেনাকাটাও করতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম এবং এসএসএলকমার্জের সিইও রাইয়ান এস ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম এবং এসএসএলকমার্জের জিএম মাহমুদ এইচ ভুইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।