ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম।
উপদেষ্টামণ্ডলীদের পক্ষে বক্তব্য দেন এএমডি মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
এছাড়া আরো বক্তব্য দেন ব্যাংকের সাবেক ডিএমডি ও সমিতির সাবেক সভাপতি আবুল বাশার ও মো. মোশাররফ হোসাইন, সদ্য বিদায়ী সভাপতি একেএম মাহবুব মোরশেদ ও সাধারণ সম্পাদক এএসএম রেজাউল করিম ও সহসভাপতি মো. মাহবুব-এ-আলম এবং নবনির্বাচিত সভাপতি আবুল লাইছ মোহাম্মদ খালেদ ও সাধারণ সম্পাদক মো. মজুনজ্জামান। অনুষ্ঠানে ডিএমডি মো. মাহবুব আলম, মুহাম্মাদ সাঈদ উল্লাহ, ড. এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।