South east bank ad

বাংলাদেশ কৃষি ব্যাংক এর খুলনা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশ কৃষি ব্যাংক এর খুলনা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক অর্জন বিষয়ক সম্মেলন ৩০ আগস্ট ২০২৫ তারিখে খুলনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। সম্মেলনে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ব্যবসায়িক সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, আমানত সংগ্রহ, ঋণ আদায়, ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। চলতি (২০২৫-২৬) অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে গতিশীলতা এনে সম্মিলিতভাবে প্রচেষ্টা করার জন্য আহ্বান জানান। খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম এবং মোহা. খালেদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে খুলনা বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: