এমআর কবির ডিআইইউর নতুন উপাচার্য
 
                                                                                                ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এমআর কবির। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি এ পদে যোগ দেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি ড. এমআর কবিরের নিয়োগ অনুমোদন করে। এর আগে গত ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে ডিআইইউয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
শিক্ষা ও গবেষণার দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ড. এমআর কবির ২০২১ সাল থেকে ডিআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি টানা চার মেয়াদে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা ড. কবির বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বুয়েট সিন্ডিকেট, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইইবি) এবং ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের (আইডব্লিউএফএম) বিভিন্ন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক পর্যায়েও ড. কবিরের রয়েছে প্রশংসনীয় কর্মযজ্ঞ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন, কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা এবং নেদারল্যান্ডসের টিইউ ডেলফ্টে তিনি আন্তর্জাতিক স্কলার ও ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                