সিঙ্গাপুর থেকে এলএনজি ও মরক্কোর সার কিনবে সরকার

সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো এলএনজি এবং মরক্কোর কাছ থেকে ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বৈঠকে হাসপাতাল নির্মাণ, স্মার্ট কার্ড ক্রয়সহ আরো বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেটের মাধ্যমে মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৫৯ টাকা।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩২৪ কোটি ৫২ লাখ টাকা। প্রটি টন সারের দাম পড়বে ৬৬৫ ডলার।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪১৭ দশমিক ২৫ ডলার।
রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়াল গেজ ট্র্যাক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ডব্লিউডিআই নির্মাণ প্যাকেজের আওতায় লট ১-এর কাজের জন্য প্রথম ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ভ্যারিয়েশনের পর ৪২১ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার ২৫৫ টাকা ব্যয় বেড়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫১ কোটি ১২ লাখ ৮০ হাজার ৩০৩ টাকা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক (কড়াইকান্দি থেকে বাঞ্ছারামপুর-নবীনগর পর্যন্ত) ও সরাইল নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক (সরাইল থেকে বলভদ্র সেতু পর্যন্ত) প্রশস্তকরণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ডব্লিউপি-৩ প্যাকেজের কাজের দরপত্র পুনঃপ্রক্রিয়াকরণের বিষয়ে অনুমোদন করেছে কমিটি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিলেট সড়ক জোনের অধীন সুনামগঞ্জ সড়ক বিভাগের ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডব্লিউপি-১৫ ও ডব্লিউপি-১৬ প্যাকেজের কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর মধ্যে ডব্লিউপি-১৫ প্যাকেজের কাজে ১৪২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১২২ কোটি টাকা এবং ডব্লিউপি-১৬ প্যাকেজের কাজে ১৫৩ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৭১৩ টাকা ব্যয় হবে।
ফেনী সড়ক বিভাগের অধীন ‘ফেনী (মোহাম্মদ আলী বাজার)-ছাগলনাইয়া-করেরহাট সড়ক (ঢাকা-চট্টগ্রাম পুরনো মহাসড়ক) প্রশস্তকরণ এবং ফেনী নদীর ওপর শুভপুর সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডব্লিউপি-৫ প্যাকেজের কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবিত এ প্রকল্পের জন্য ব্যয় হবে ১৩৯ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৫৮৭ টাকা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ডেলিগেটেড ওয়ার্কস হিসেবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কক্সবাজার ও যশোরে হাসপাতাল নির্মাণসংক্রান্ত দুটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর মধ্যে কক্সবাজারে হাসপাতাল নির্মাণে ২৩৭ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ১৮৩ টাকা ও যশোরে হাসপাতাল নির্মাণে ২৩১ কোটি ৯৫ লাখ ২ হাজার ১২৮ টাকা ব্যয় হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের জন্য কুমিল্লায় আবাসিক ভবন নির্মাণকাজের ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ভ্যারিয়েশনের পর ৬ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৩৮৪ টাকা ব্যয় বেড়ে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৭২ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৪৬ টাকায়।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বিএমটিএফ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এতে ব্যয় হবে ৪০৬ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৮৪০ টাকা।