শিরোনাম

South east bank ad

রাষ্ট্রায়ত্ত চার তেল কোম্পানির ১২১৫ কোটি টাকার নিট মুনাফা

 প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

রাষ্ট্রায়ত্ত চার তেল কোম্পানির ১২১৫ কোটি টাকার নিট মুনাফা

রাষ্ট্রায়ত্ত চার জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ভালো মুনাফা করেছে। আলোচ্য সময়ে এ চার কোম্পানির সম্মিলিত নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২১৫ কোটি ৫০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সম্মিলিত নিট মুনাফা হয়েছিল ৮৩৩ কোটি ৮৮ লাখ টাকা। এ সময়ে কোম্পানি চারটির সম্মিলিত নিট মুনাফা বেড়েছে ৪৫ দশমিক ৭৬ শতাংশ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পদ্মা অয়েলের পেট্রোলিয়াম পণ্য বিক্রি বাবদ আয় হয়েছে ২৫৫ কোটি ২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০৪ কোটি ৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৪ দশমিক ৯৮ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটি ৩৯৫ কোটি ৮৬ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪৪ কোটি ৪৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬১ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে মেঘনা পেট্রোলিয়ামের পণ্য বিক্রি বাবদ আয় হয়েছে ২০৩ কোটি ৭১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬২ কোটি ৪৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির পেট্রোলিয়াম পণ্য বিক্রি বাবদ আয় বেড়েছে ২৫ দশমিক ৪০ শতাংশ। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪১১ কোটি ৮৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯৪ কোটি ৫৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৩৯ দশমিক ৮২ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত আরেক জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েলের চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে পেট্রোলিয়াম পণ্য বিক্রি বাবদ আয় হয়েছে ১১০ কোটি ৮৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৩৯ দশমিক ৯৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০৪ কোটি ৬৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯৩ কোটি ৬৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৭ দশমিক ৮০ শতাংশ।

এছাড়া আরেক জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টসের চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আয় হয়েছে ৫১ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৪০ দশমিক ১৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ১২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ২১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩ দশমিক ৪০ গুণ।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: