South east bank ad

অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক গুরুত্ববহ — মো. তৌহিদ হোসেন

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক গুরুত্ববহ — মো. তৌহিদ হোসেন

আজ ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আমি যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের। আর এর মূল ভিত্তি দুই দেশের জনগণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার হিসেবেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক গুরুত্ববহ। দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, প্রযুক্তি বিনিময় ও নিরাপত্তা সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধিতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ দেশটির সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগও বেড়েছে। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এ সম্পর্ক আরো প্রসারিত ও গভীরতর হবে—এটাই আমাদের প্রত্যাশা।

মো. তৌহিদ হোসেন: উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: