ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের রিজিওনাল কমপ্লায়েন্স মিট

ব্র্যাক ব্যাংক পিএলসির কর্মকর্তাদের জন্য ‘রিজিওনাল কমপ্লায়েন্স মিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে আয়োজিত এ ইভেন্টে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও (ভারপ্রাপ্ত) তারেক রেফাত উল্লাহ খান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র ডেপুটি ক্যামেলকো খান মো. গোলাম শাহরিয়ার, হেড অব ব্রাঞ্চ গভর্ন্যান্স মো. রবিউল ইসলাম এবং রিজিওনাল হেড ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের তিনটি রিজিওনের ৩৮টি শাখা-উপশাখা, প্রিমিয়াম ব্যাংকিং এবং রিটেইল সেলস ডিভিশনের প্রায় ২৫০ কর্মকর্তা অংশ নেন। মূল সেশনগুলো পরিচালনা করেন ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট (এএমএলডি), ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) ও ব্রাঞ্চ গভর্ন্যান্স টিম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিরা।