হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা। সরবরাহ কমে যাওয়ায় মসলাপণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তবে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। দোকানগুলোয় এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৪৪-৪৫ টাকা। বর্তমানে তা বেড়ে ৪৮-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কিছুদিন ধরেই দেশী পেঁয়াজ দিয়েই বাজারে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে। বর্তমানে দেশী পেঁয়াজের মৌসুম শেষের দিকে। তাই সরবরাহ কমছে।’
তিনি জানান, বর্তমানে মোকামগুলোয় আগের তুলনায় মণপ্রতি ১৫০-২০০ টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তার সঙ্গে সমন্বয় করে খুচরা বাজারে মসলাপণ্যটি বিক্রি করতে হচ্ছে।
রেশমা বেগম নামের এক ক্রেতা বলেন, ‘গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় কিনেছি। কিন্তু সপ্তাহের ব্যবধানে দাম কেজিতে ৪-৫ টাকা করে বেড়ে গেছে।
এটি উল্লেখযোগ্য বৃদ্ধি না হলেও সামনের দিনগুলোয় বাজারের স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।’