ব্র্যাক ব্যাংকের সিএসআরে ১৭২৫০২ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন
করপোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক। নারীশিক্ষা ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি থেকে শুরু করে জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তা— সব ক্ষেত্রে ব্যাংকের সিএসআর উদ্যোগ প্রমাণ করেছে, এগুলো কেবল কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনে অর্থবহ পরিবর্তনও নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যাংকটির সিএসআর উদ্যোগ সমাজকে ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক টেকসইতা তৈরিতেও অবদান রাখছে।
ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ প্রসঙ্গে এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা সামাজিক প্রতিবন্ধকতা দূর করে মানুষের পাশে দাঁড়াই, যাতে তারা মর্যাদা ও সম্মানের সঙ্গে অর্থবহ জীবনযাপনের সুযোগ পান।’


