টানা চার বছর শীর্ষে ব্র্যাক ব্যাংক
গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারো শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ নিয়ে ব্যাংকটি টানা চার বছর এ সাফল্য দেখাল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৪-২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ৩ শতাংশে, যা পূর্ববর্তী বছরে ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ। ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরো মজবুত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের এ লক্ষণীয় পারফরম্যান্সের পেছনে রয়েছে শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা।
এ অর্জনের প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘এ মাইলফলক শ্রেষ্ঠত্ব অর্জন, মার্কেট ইনসাইট এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।’


