এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন
এসবিএসি ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার গাজীপুরের একটি রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পর্ষদ পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন ও মেজর জেনারেল (অব.) শাহেদুল হক এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া।
সম্মেলনে বিজনেস সেশন পরিচালনা করেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া। এ আয়োজনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে জানানো হয়, ২০২৫ সাল শেষে এসবিএসি ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ১০ হাজার ৮০০ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ৯ হাজার ৪৪৫ কোটি টাকা। এছাড়া বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা।
সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে ৯০টি শাখা ও ৩২টি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩৭টি আউটলেট চালু করেছে, যা জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।


